বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক গণিত দিবসে মির্জাখানিকে স্মরণ করার দাবি

পোস্ট হয়েছে: মার্চ ১৯, ২০২৫ 

news-image

ইরানের কিংবদন্তি নারী গণিতবিদ মরিয়ম মির্জাখানি। বেশ কয়েক বছর আগে অল্প বয়সে মারা যান গণিতে বিস্ময়কর প্রতীভার অধিকারী এই নারী। আন্তর্জাতিক গণিত দিবসে (আইডিএম) তাকে স্মরণ করার দাবি উঠেছে।

আন্তর্জাতিক গণিত দিবস বিশ্বব্যাপীই উদযাপন করা হয়। প্রতি বছর ১৪ মার্চ উপলক্ষে দেশের স্কুল, জাদুঘর, গ্রন্থাগার এবং অন্যান্য স্থানে শিক্ষার্থী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কিংবদন্তি ইরানি নারী গণিতবিদ মরিয়ম মির্জাখানি ২০১৭ সালে মারা যান। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ২০১৮ সালের গণিতের বিশ্ব সভায় ইরানিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি মরিয়মের স্মরণে তার জন্মদিন ১২ মে গণিতে নারীদের উদযাপনের দিন হিসেবে মনোনীত করার প্রস্তাব করে। পরে প্রস্তাবটি অনুমোদিত হয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জাখানি তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি (১৯৯৯) ডিগ্রি লাভ করেন। সূত্র: মেহর নিউজ