শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের ৬টি পদক জয়

পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০২৩ 

news-image

জাপানে অনুষ্ঠিত ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীরা ছয়টি পদক জিতে ১১তম স্থান দখল করেছে।২ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইরানের এহসান হেদারি একটি স্বর্ণপদক, সোবহান আরাম, মোহাম্মদ-পারসা জাফরনেজাদি, আরভিন তাহেরি এবং মোহাম্মদ-ইরমিয়া কাসেরি চারটি রৌপ্য পদক এবং পৌরিয়া রহমানির একটি ব্রোঞ্জ পদক জিতেছেন। মোট ছয়টি পদক নিয়ে ইরানি দল ১১১টি অংশগ্রহণকারী দেশের মধ্যে ১১তম স্থানে উঠে আসে। খবর বার্তা সংস্থা ইসনার।

নরওয়েতে অনুষ্ঠিত আইএমও-এর ৬৩তম পর্বে ইরান তিনটি স্বর্ণ এবং তিনটি রৌপ্য পদক জিতে। ১০৪টি দেশের মধ্যে ৮ম স্থান লাভ করে। সূত্র: তেহরান টাইমস।