আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সেরা দশে ইরানি শিক্ষার্থীরা
পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০২২

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৬৩তম পর্বে তিনটি স্বর্ণ ও তিনটি রৌপ্যপদক জিতেছে ইরানি গণিত অলিম্পিয়াড দল। মোট ৬টি পদক জিতে প্রতিযোগিতার এবারে আসরে ৮তম স্থান অধিকার করেছে দেশটির শিক্ষার্থীরা।
নরওয়ের অসলোতে ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) অনুষ্ঠিত হয়। বিশ্বের ১০৪ টির অধিক দেশ থেকে তরুণ গণিতবিদদের সেরা দলগুলো এতে অংশ নেয়।
এরআগে ২০২১ সালে ছয় সদস্যের ইরানি শিক্ষার্থী দল তিনটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জপদক জিতে ১০৭টি দেশের মধ্যে ২৯তম স্থান লাভ করে। গত বছরের তুলনায় দেশটি ২০২২ সালের প্রতিযোগিতায় ২১ ধাপ অগ্রগতি লাভ করেছে।
গত ইরানি ক্যালেন্ডার বছরে ইরানি শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাতটি স্বর্ণ, ১১টি রৌপ্য এবং নয়টি ব্রোঞ্জ পদক জিতেছে। সূত্র: তেহরান টাইমস