শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইরানের ছয় মেডেল জয়

পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৯ 

news-image

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও ২০১৯)  ৬ মেডেল জিতেছে ইরানের গণিতের শিক্ষার্থীরা। যুক্তরাজ্যের বাথে ১১ থেকে ২২ জুলাই এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

আইএমও ২০১৯ এ বিশ্বের ১১২ টি দেশের ৬২১ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে ইরানি শিক্ষার্থীরা ৬টি পদক জয় করে।এদের মধ্যে শায়ান তালাই স্বর্ণ পদক,  আলী মির্জায়ি আনারী এবং সাইয়্যেদ মোহাম্মাদ মাহদি হাতামী রুপ্য পদক, ফারাজ গাহরেমনি কোরেহ, আমির আব্বাস মোহাম্মদি ও কিয়ান শামসয়ী ব্রোঞ্জ পদক লাভ করে।

গত ১১ই জুলাই ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু হয় এবং ২২ জুলাই এই অলিম্পিয়াডে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।