রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম ইরানি ক্বারি রহমাতি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ 

news-image

ইরানের ক্বারি আমির-হোসেন রহমাতি ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৩৯তম পর্বে প্রথম পুরস্কার জিতেছেন। বুধবার সন্ধ্যায় তেহরানের ইসলামিক সামিট কনফারেন্স হলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।আফগানিস্তানের সৈয়দ আমির হাশেমি রানার আপ নির্বাচিত হন এবং তেলাওয়াত বিভাগে তৃতীয় পুরস্কার জিতে নেন ইন্দোনেশিয়ার আবদুল্লাহ ফিকরি। রহমাতি এরআগে আরও কয়েকটি আন্তর্জাতিক এবং ইরানি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন।তিনি ২০১৯ সালে স্কুল ছাত্রদের ৬ষ্ঠ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেন। তিনি ২০২১ সালে ইরানের দেশব্যাপী কুরআন প্রতিযোগিতার ৪৪তম সংস্করণেও প্রথম স্থান অধিকার করেন।ইরানের মোহাম্মদ-জাভেদ জাভারি ৩৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তারতিল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে।কিরগিজস্তানের মোহাম্মদ ইয়ার এবং লেবাননের ইসমাইল হামদান এই বিভাগে যথাক্রমে রানার আপ এবং তৃতীয় পুরস্কার জিতেছেন।হিফজ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ইরানি ক্বারি সিনা তাব্বাখি। রানার আপ ও তৃতীয় পুরস্কার পেয়েছেন কেনিয়ার আবদ আল-আলিম আবদ আল-রহিম এবং বাংলাদেশের শেখ মাহমুদ হাসান।নারীদের হিফজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান ঘানার আমিনা ইব্রাহিম। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছেন ইরানের হাজার মেহরলিয়ান এবং আলজেরিয়ার নাসরিন খালিদি।নারীদের তারতিল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ইরানের ফাহিমেহ আসগরজাদেহকে।দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছেন লেবাননের লায়লা আফারা এবং আফগানিস্তানের আমানেহ শিরজাদ। সূত্র: তেহরান টাইমস