বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে ইরানের সাফল্য

পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০২৪ 

news-image

ইরানের জাতীয় দল কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রথম আন্তর্জাতিক অলিম্পিয়াডে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। বুলগেরিয়াতে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে দলটি একটি ব্রোঞ্জ পদক জিতেছে এবং ১৮তম সামগ্রিক র‌্যাঙ্ক অর্জন করেছে।

মোহাম্মদ সাদরা কৌহেস্তানি, আমির হোসেন জারেই, পারসা সাদেঘি এবং আলিরেজা রাহিমি ইয়াজদির সমন্বয়ে গঠিত ইরানি শিক্ষার্থীদের দলটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে তাদের দক্ষতা দেখাতে সক্ষম হয়।

তিনটি বৈজ্ঞানিক চ্যালেঞ্জের মধ্যে একটিতে ইরানি দল ৩৩টি দেশের ৪১টি অংশগ্রহণকারী দলের মধ্যে সর্বোত্তম সমাধান দিতে সফল হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রথম আন্তর্জাতিক অলিম্পিয়াড ৯ থেকে ১৫ আগস্ট বুলগেরিয়ার বুরগাসে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের প্রায় ৪০টি দল অংশ নেয়। সূত্র: মেহর নিউজ