শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ইরানি শিক্ষার্থীদের ৪৩ মেডেল জয়

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২১ 

news-image

প্রথম আন্তর্জাতিক উদ্ভাবন ও ইনোভেশন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৩টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক সহ মোট ৪৩টি মেডেল জিতেছে ইরানের ১১৯জন শিক্ষার্থী। আইএফআইএ আইএনভি সদস্যদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উদ্ভাবকদের জন্য প্রথম আন্তর্জাতিক এই প্রতিযোগিতা ১৮ থেকে ২০ জুলাই ভারচুয়ালি অনুষ্ঠিত হয়।

ইবনে সিনা ন্যাশনাল স্কলাস্টিক ফেস্টিভালের বৈজ্ঞানিক সচিব বলেন, এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে ইরানি শিক্ষার্থীরা  ১৩টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক সহ মোট ৪৩টি মেডেল জিতেছে।

মেহদি রাশিদি জাহান বলেন, ১১৫জন ইরানি শিক্ষার্থী সুইজারল্যান্ডের জেনেভায় আইএফআইএ আইএনভি সদস্য হিসেবে নিবন্ধিত হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেক উদ্ভাবককে তাদের আইএনভি সদস্যপদের সনদ, নিবন্ধন ফর্ম, দাখিলকৃত উদ্ভাবন নিয়ে ৩-৪ মিনিটের একটি ভিডিও উপস্থাপন করতে হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।