শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক আল-কুদ্স দিবস উপলক্ষে সেমিনার ১৫ এপিল

পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২৩ 

news-image

আন্তর্জাতিক আল-কুদ্স দিবস উপলক্ষে আগামী ১৫ই এপ্রিল শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হবে। আল-কুদস কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদুত ইউসুফ এস ওয়াই রামাদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও আল-কুদ্স কমিটি বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ. কে. এম বদরুদ্দোজা। অনুষ্ঠানের পূর্বে দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে আলু কুদস মুক্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেমিনার ও মানববন্ধনে অংশগ্রহণের জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।