শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক আল-কুদ্স দিবস উপলক্ষে ওয়েবিনার ৭ মে  

পোস্ট হয়েছে: মে ৫, ২০২১ 

news-image

আন্তর্জাতিক আল-কুদ্স দিবস উপলক্ষে আগামী ৭ ই মে শুক্রবার এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আল-কুদ্স কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. শমশের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুহাম্মাদ রেজা নাফার ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. এ. কে. এম বদরুদ্দোজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভিাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মাদ সিদ্দিকুর রহমান খান, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক জামাল উদ্দীন বারীফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ  ড. মওলানা এ. কে. এম মাহবুবুর রহমান ও দৈনিক আজকের ভোলার সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন। ওয়েবিনারে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ও আল-কুদ্স কমিটি বাংলাদেশ এর সভাপতি প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। ওয়েবিনার সঞ্চালনায় থাকবেন আল-কুদ্স কমিটি বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল মোস্তফা তারেকুল হাসান। ওয়েবিনারে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ওয়েবিনারটি ফেসবুকেও সরাসরি সম্প্রচার করা হবে।

ওয়েবিনার লিংক :

https://us02web.zoom.us/j/85262857449

Meeting ID: 852 6285 7449

ফেসবুক লাইভ :

https://www.facebook.com/mostafatareq.hassan/live