আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের সাফল্য
পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০২১

আন্তর্জাতিক বিভিন্ন অলিম্পিয়াডে দারুণ সাফল্য দেখিয়েছে ইরানের শিক্ষার্থীরা। সম্প্রতি পর্তুগাল, লাটভিয়া ও রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানের জাতীয় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং গণিত দল বেশ কয়েকটি পদক জয় করেছে।
আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিয়ে ইরানের জীববিজ্ঞান দল একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ মেডেল জয় করতে সক্ষম হয়েছে। পদার্থবিজ্ঞান দল তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ মেডেল জিতেছে। অন্যদিকে গণিত দল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫টি রৌপ্য পদক ঘরে তুলেছে।
গত ইরানি বছর (মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১) বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানের মোট ২৮জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৭টি মেডেল ও একটি সম্মানজনক ডিপলোমা লাভ করে। সূত্র: তেহরান টাইমস।