মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আনজুমানে ফারসি বাংলাদেশ এর দ্বিবার্ষিক সম্মেলন ২২উপলক্ষে সদস্যপ্রার্থী আহ্বান

পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২২ 

news-image

আনজুমানে ফারসি বাংলাদেশ এর দ্বিবার্ষিক সম্মেলন আগামী ৭ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। এই সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে পুরাতন সদস্যগণ নতুন করে ফরম পুরণ করে সদস্যপদ নবায়ন করবেন এবং যারা নতুন সদস্য হতে আগ্রহী তারাও সদস্য ফরম পূর ণকরে নিম্নোক্ত বিকাশ নম্বরে ১০০ টাকা সদস্য ফি প্রদান করে সদস্যভূিক্তর আবেদন করতে পারবেন। সদস্যভূক্তির পর প্রয়োজনীয় কাগজপত্র আপনার ঠিকানায় প্রেরণ এবং দ্বিবার্ষিক সম্মেলনের কার্যক্রমের সাথে সংযুক্ত করা হবে। সদস্য ফরম এতদসঙ্গে সংযুক্ত হল।
এ সংগঠনে আপনার অংশ গ্রহণ আমাদের কর্মকাণ্ডকে  গতিশীল করবে।

শুভেচ্ছান্তে

ড. মুহাম্মদ ঈসা শাহেদী                                                                                           অধ্যাপক শামীম বানু
সভাপতি                                                                                                                    সাধারণ সম্পাদক
আনজুমানে ফারসি বাংলাদেশ                                                                                 আনজুমানে ফারসি বাংলাদেশ

বিকাশ নম্বর-০১৩১৯৩৪৯২১৩
ই মেইল- [email protected]

সদস্য ফরম সংগ্রহ করতে নিচে ক্লিক করুন:

همایش دوسالانه انجمن 2022