আধুনিক শিল্পকলার রাজধানী ইরানের ইয়াজদ
পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৮

আধুনিক শিল্পকলার রাজধানী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে ইরানের ইয়াজদ শহরকে। শনিবার ইরানের ইয়াজদ প্রদেশের কালচারাল অ্যান্ড ইসলামিক গাইডেন্স এর মহাপরিচালক মজিদ জাভাদিয়ান জাদেহ এই তথ্য জানিয়েছেন। ফলে ঐতিহাসিক শহরটিকে ঘিরে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে।
জাভাদিয়ান বার্ষিক ইয়াজদ আর্ট অ্যান্ড কালচারাল ট্রেজারির ৮ম পর্বের সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানান। তিনি বলেন, ইয়াজদ শহরকে আধুনিক শিল্পকলার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। যা ইয়াজদ প্রদেশের জন্য একটি সু-সংবাদ।
কালচারাল অ্যান্ড ইসলামিক গাইডেন্স এর মহাপরিচালকের তথ্যমতে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) নিবন্ধিত ঐতিহাসিক ইয়াজদ শহরের অনেক সাংস্কৃতিক সম্ভাবনা রয়েছে। যা সবার সামনে তুলে ধরা প্রয়োজন।
তিনি ইয়াজদ স্থাপত্য শৈলির সুন্দর্য ও অনন্যতার প্রশংসা করে এটাকে তিনি ‘শিল্প গ্যালারি’ হিসেবে উল্লেখ করেন।
জাভাদিয়ান বলেন, ইয়াজদের ঐতিহাসিক স্থাপত্যশিল্প দর্শনার্থীদের অতীত স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। ইয়াজদ বৈশ্বিকভাবে একটি পরিচিত শহর। তাই এখানে আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।