বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানি জাতির বিজয় অবশ্যম্ভাবী: আয়াতুল্লাহ কাশানি

পোস্ট হয়েছে: অক্টোবর ১৬, ২০১৮ 

news-image

ইরানি জাতি বিশ্ব আধিপত্যবাদ ও ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্র ও সকল নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিজয়ী হবেই। তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ ইমামি কাশানি শুক্রবার ইরানের সক্ষমতা ও সামর্থ্যের কথা তুলে ধরতে গিয়ে আরও বলেছেন, বিজয় ও সাফল্য ইরানি জাতির জন্য অপেক্ষা করছে।

অপরদিকে ইরানের শত্রুদের স্বপ্ন ও ষড়যন্ত্র কোনোদিনই বাস্তবায়িত হবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন,ইরানের ওপর শত্রুদের আধিপত্যের স্বপ্নসাধের কবর রচিত হবে।

শত্রুরা চাচ্ছে ইরানের সরকার ও জনগণের মাঝে অসন্তোষ ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে। কিন্তু ইরানি জাতি সচেতনভাবে শত্রুদের ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শত্রুদের ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দেবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্ট এই আলেম। পার্সটুডে।