মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আত্মঘাতী সামরিক রোবট তৈরি করেছে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২১, ২০১৫ 

news-image

ইরানের সামরিক মহড়ায় মঙ্গলবার প্রথম বারের মতো আত্মঘাতী সামরিক রোবট ব্যবহার করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরান অনেক আগেই নিজস্ব প্রযুক্তিতে এ ধরনের সামরিক রোবট তৈরি করলেও এই প্রথম সেগুলো মহড়ায় অংশ নিল।

সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান বলেছেন, ‘মহররম’ মহড়ায় ‘কামিকাজে’ নামের রোবটকে কাজে লাগানো হয়েছে। এছাড়া এবারের মহড়ায় প্রথমবারের মতো ফাত্‌হ রাডার ব্যবহার করা হয়েছে। এটি ছয়শ’ কিলোমিটার দূরের বস্তুকেও শনাক্ত করতে সক্ষম।

মহড়া চলাকালে ‘শালামচে’ ও ‘মেরসাদ’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরানের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে বিশাল সামরিক মহড়া ‘মহররম’সোমবার শুরু  হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। সূত্র: আইআরআইবি