বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আট মাসে ওআইসির সাথে ইরানের বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল

পোস্ট হয়েছে: জানুয়ারি ৪, ২০২৩ 

news-image

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সাথে ইরানের বাণিজ্য ৩৪ দশমিক ৮১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এসব দেশের সাথে দেশটির মোট ৫৪ দশমিক ২ মিলিয়ন টন পণ্যের বাণিজ্য হয়েছে।ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) প্রকাশিত সর্বশেষ তথ্য দেখায়, অপরিশোধিত তেল রপ্তানি ব্যতীত ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলির সাথে ইরানের বাণিজ্য চলতি ফারসি বছরের প্রথম আট মাসে (২১ মার্চ থেকে ২১ নভেম্বর) ৩৪ দশমিক ৮১ বিলিয়ন ডলার মূল্যের ৫৪ দমমিক ২ মিলিয়ন টনে পৌঁছেছে।বাণিজ্য ওজনের ক্ষেত্রে ২০ দশমিক ৪৫ শতাংশ কমলেও গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের  দিয়ে বাণিজ্য বেড়েছে ৬ দশমিক ২৩ শতাংশ।ওআইসি-তে ইরানের রপ্তানি আট মাসে ১৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার মূল্যে ৪১.৭৬ মিলিয়ন টন দাঁড়িয়েছে। যা ওজনের দিক থেকে ২৩ শতাংশ হ্রাস পেয়েছে, কিন্তু বছরে মূল্যের ক্ষেত্রে দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। সূত্র: মেহর নিউজ।