আট মাসে ইরানের ৫৫ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০১৯
চলতি ইরানি বছরের প্রথম আট মাসে (২১ মার্চ থেকে ২২ নভেম্বর) ইরানের সর্বমোট ৫৫ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য হয়েছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিওআই এর বৈদেশিক বাজার বিষয়ক উপপ্রধান মাসুদ কামালি এই তথ্য জানিয়েছেন।
শনিবার চাহারমহল ও বখতিয়ারি প্রদেশের দৃষ্টান্তস্থাপনকারী রপ্তানিকারকদের সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, উল্লিখিত আট মাসে ইরানের মোট ৫৫ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য হয়েছে। এর মধ্যে রপ্তানি বাণিজ্য হয়েছে ২৭ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে যা ১৬ শতাংশ বেশি।
কামালি বলেন, ইরান থেকে প্রতিবেশী দেশগুলোতে বছরে ২৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। বর্তমানে ইরান প্রতিবেশী দেশগুলোতে ১শ বিলিয়ন ডলার রপ্তানি বাড়ানোর সম্ভাবনা উপভোগ করছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।