বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আট মাসে ইরানের গাড়ি উৎপাদন বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২১ 

news-image

গত বছরের একই সময়ের তুলনায় চলতি ইরানি বছরের প্রথম আট মাসে (মার্চ ২১ থেকে নভেম্বর ২১) ইরানে গাড়ি উৎপাদন ৪.৭ শতাংশ বেড়েছে।দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, ইরানের গাড়ি নির্মাতারা এই বছরের প্রথম আট মাসে ৬ লাখ ৫১ হাজার ৪০৮টি গাড়ি তৈরি করেছে। আগের বছরের একই সময়ে গাড়ি উৎপাদনের এই সংখ্যাটি ছিল ৬ লাখ ২২ হাজার ১৪৪টি।উল্লিখিত আট মাসে ইরানের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আইকেসিও ৩ লাখ ১৯ হাজার ৭১০টি যানবাহন তৈরি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির উৎপাদন কমেছে ০ দশমিক ১ শতাংশ।একই সময়ে সাইপা ২ লাখ ৮৩ হাজার ৫৯৩টি গাড়ি তৈরি করে। এই অটো নির্মাতার উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে।ইরানের শিল্প, খনি ও বাণিজ্য উপমন্ত্রী মেহেদি সাদেকি নিয়ারাকি বলেন, আগামী ইরানি বছরে (২১ মার্চ ২০২২ থেকে যা থেকে শুরু হবে) দেশের গাড়ির উৎপাদন ৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।