রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আট বছর পর ইরান সফরে যাচ্ছেন পুতিন

পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০১৫ 

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ আট বছর পর আগামি ২৩ নভেম্বরে একদিনের রাষ্ট্রীয় সফরে ইরানে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

ইরানে গ্যাস রফতানিকারক দেশসমূহের সংগঠনের (জিইসিএফ) বৈঠকে যোগ দেবেন প্রেসিডেন্ট পুতিন।শুক্রবার ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতি সহযোগী জুরি উসাকোভ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট সর্বশেষ ২০০৭ সালে ইরান সফরে গিয়েছিলেন। এবার তিনি সেখানে ইরানের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

উসাকোভ এ সফর সম্পূর্ণ যুক্তিসম্মত উল্লেখ করে জানান, এ সফরে তেহরানের সঙ্গে কিছু দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। তবে পুতিনের বৈঠক সূচি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

১৪ জুলাই অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় তেহরানের সঙ্গে রাশিয়াসহ ছয় বিশ্ব পরাশক্তির পারমাণবিক চুক্তি সম্পন্ন হওয়ার পর ইরান এবং রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

মস্কো জ্বালানি খাতে লাভজনক চুক্তি সফল করতেই তেহরানের সঙ্গে দীর্ঘকালের সম্পর্ককে কাজে লাগাতে চায়।জিইসিএফ এর ১৮টি প্রধান ও পর্যবেক্ষক সদস্য রয়েছে। এর স্থায়ী দপ্তর কাতারের রাজধানী দোহাতে।

সূত্র: তেহরান টাইমস