আটলান্টিক মহাসাগরে যাচ্ছে ইরানের সাবমেরিন ও যুদ্ধ জাহাজ
পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৬

ইরানের তৈরি দুটি সাবমেরিন আটলান্টিক মহাসাগরে যাত্রা করবে। দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আতাওল্লাহ সালেহি এ খবর দিয়েছেন। শনিবার ইরানের নৌবাহিনীর কমান্ডারদের জন্যে আয়োজিত এক অনুষ্ঠানে সালেহি বলেন, তার দেশের নৌবাহিনী কৌশলগত বাহিনী হিসেবে বড় ধরনের সক্ষমতা অর্জন করেছে। এরই অংশ হিসেবে ইরানের তৈরি দুটি সাবমেরিন আটলান্টিক মহাসাগরে মিশনে যাচ্ছে।
এছাড়া সালেহি আরো জানান, তারেক সাবমেরিন ও খারক যুদ্ধ জাহাজ ইরানের প্রকৌশলীরা তৈরি করেছেন যা সামরিক মিশনের জন্যে এখন তৈরি। এছাড়া নৌবাহিনীর বিভিন্ন নৌবহরকে আরো আধুনিক করার কথাও জানান তিনি।
ইরানের তারেক সাবমেরিনটি সুপার হেভি ক্লাস ধরনের। এ সাবমেরিন ও খারক যুদ্ধজাহাজটি গভীর সমুদ্রে যাত্রার জন্যে উপযোগী করে তৈরি করা হয়েছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন