মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আঞ্চলিক দেশগুলোকে নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজনে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০২১ 

news-image

আন্তর্জাতিক অশ্বারোহী প্রতিযোগিতা আয়োজন করতে আজারবাইজান, কাজাখস্তান, রাশিয়া, তুরস্ক ও অন্যান্য আঞ্চলিক কিছু দেশের সাথে কাজ করছে ইরান। ইরানের ইকুয়েসট্রিয়ান ফেডারেশনের প্রধান মাসুদ খলিলি একথা জানান।

রোববার তিনি বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্র প্রতিষ্ঠা করতে আজারবাইজান, কাজাখস্তান, রাশিয়া, তুরস্ক ও অন্যান্য আঞ্চলিক কিছু দেশের সাথে কাজ করছে।

খলিলি আশা প্রকাশ করেন, আগামী মাসে ইরানে ২০ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক অশ্বারোহী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।