আঞ্চলিক দেশগুলির অর্থনীতি শক্তিশালী করছে চাবাহার বন্দর
পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/10/image_650_365.jpg)
ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চাবাহার বন্দর আঞ্চলিক দেশগুলির অর্থনীতি শক্তিশালী করছে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ। তিনি বলেছেন, ইরানি এই বন্দরের উন্নয়ন আঞ্চলিক দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিকাশের ক্ষেত্র প্রস্তুত করছে।
শুক্রবার ভারতের নয়াদিল্লিতে আন্তর্জাতিক বিষয়ক ইরানি কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এই কথা বলেন। গত বুধবার চারদিনের সফরে দিল্লি আসেন তিনি।
কাউন্সিলে কাবুল চাবাহার বন্দরের উন্নয়ন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে বলে উল্লেখ করেন আব্দুল্লাহ।
এছাড়া তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলকে ঘিরে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ও সন্ত্রাস প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ভারত, আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলির অথনৈতিক উন্নয়নে ইরানের চাবাহার বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে তিন দেশ উত্তর-দক্ষিণ করিডোর সক্রিয় করতে ও দেশগুলির মধ্যে পরিবহন ব্যবস্থা জোরদার করতে একটি চুক্তি সই করেছে। – সূত্র: ইরান ডেইলি।