আজ শেষ হচ্ছে কিয়ারোস্তামির স্মরণে শিল্পকর্ম প্রদর্শনী
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০১৮

আজ শেষ হচ্ছে অসংখ্য পুরস্কার বিজয়ী ইরানের প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির স্মরণে আয়াজিত লিথোগ্রাফি নামক শিল্পকর্মের গ্রুপ প্রদর্শনী।প্রবীণ শিল্পী আহমাদ ভাকিলির তত্ত্বাবধানে তেহরানের দারগৌন গ্যালারিতে ‘বিইয়ন্ড দ্যা ওয়াল’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয় গত ২২ জুন শুক্রবার।
গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়ারোস্তামির কবিতা সামগ্রী ‘এ উল্ফ লাইঙ ইন ওয়েট’ ও ‘উইন্ড অ্যান্ড লিফ’ থেকে উৎসাহিত হয়ে এসব শিল্পকর্ম তৈরি করা হয়েছে। এছাড়া কিয়ারোস্তামির একটি কবিতার নামে নাম রাখা হয়েছে চলমান এই লিথোগ্রাফি প্রদর্শনীর।
ইরানের শিরাজ প্রদেশের সারভেনাজ, কেরমানের দিবা, ইয়াজদের মারলিক ও ইসফাহানের আকনুন গ্যালারিতে প্রদর্শনীতে এসব শিল্পকর্ম দেখানো হচ্ছে।
‘সারটিফাইড কপি’, ‘টেস্ট অব চেরি’, ‘থ্রো দ্যা অলিভ ট্রি’ ও ‘হোয়ার ইজ ফ্রেন্ডস হোম’ ছবির পরিচালক কিয়ারোস্তামি ৭৬ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে ২০১৬ সালে মারা যান। তিনি একাধারে একজন চলচ্চিত্র নির্মাতা, চিত্রশিল্পী, কবি, গ্রাফিক ডিজাইনার ও ভিডিও শিল্পী ছিলেন। সূত্র: তেহরান টাইমস।