আগামী সপ্তাহে নয়টি নতুন পরমাণু সাফল্য উন্মোচন করবে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২২

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান (এইওআই) মোহাম্মদ এসলামি বলেছেন, আগামী ৯ এপ্রিল জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে তার দেশ নয়টি নতুন পারমাণবিক সাফল্যের উন্মোচন করবে। এর মধ্যে তিনটি অর্জন উন্মোচন করা হবে রেডিওফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে যা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক খাতে ব্যবহৃত হয়। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এইওআই প্রধান বলেন, এর মধ্যে দুটি অর্জন প্লাজমার ক্ষেত্রে যা ক্যান্সারের চিকিৎসার জন্য কার্যকর। আরও চারটি অর্জন লেজার সংক্রান্ত শিল্পের ক্ষেত্রে এবং অন্য তিনটি অর্জন নিয়ন্ত্রণ ও ইমেজিং সিস্টেমের ক্ষেত্রে উন্মোচন করা হবে। সূত্র: মেহর নিউজ।