আগামী সপ্তাহে ইরানি ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২০

আাগামী সপ্তাহে ইরানের তৈরি করোনা ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষা শুরু হবে। স্বেচ্ছাসেবীদের শরীরে টিকাটি প্রয়োগ করা হবে। শনিবার আইআরআইবি এই তথ্য জানায়।
ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তর দেশীয়ভাবে উৎপাদিত ভ্যাকসিনটি বাস্তবায়নে কাজ করছে। সংস্থাটির প্রধান মোহাম্মাদ মোখবার বলেন, দেশে আমরা সর্বোত্তম ও নিরাপদ ভ্যাকসিন তৈরি করবো।
তিনটি পর্বে ইরানি টিকার মানব ট্রায়াল সম্পন্ন হবে। প্রথম পর্বে বিভিন্ন লিঙ্গ ও বয়সের ৫৬ জনের ওপর প্রয়োগ করা হবে। এর ২৮ দিন পর গবেষণার ফল বিশ্লেষণ করে দ্বিতীয় পর্বে ৫০০ মানুষের ওপর টিকাটি প্রয়োগ করা হবে। এর ২৮ দিন পর তৃতীয় পর্বে গণহারে টিকা দেয়া শুরু হবে। সূত্র: তেহরান টাইমস।