আগামী সপ্তাহে ইরানি ভলিবল দলে নতুন কোচ
পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/10/3347743.jpg)
আগামী সপ্তাহে নতুন প্রধান কোচ পাচ্ছে ইরানের জাতীয় ভলিবল দল। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভলিবল ফেডারেশনের (আইআরআইভিএফ) প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা দাভারজানি একথা জানিয়েছেন। তিনি বলেন, আগামী সপ্তাহে জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগ দেয়া হবে।
দাভারজানি জানান, ভলিবল ফেডারেশন কোচ প্রার্থীদের তালিকা তিন জনে নামিয়ে এনেছে।
ইরানের জাতীয় ভলিবল দলের পাঁচ কোচ প্রার্থী হলেন- ড্যানিয়েল ক্যাস্টেলানি, অ্যান্দ্রে গিয়ানি, ফারদিনান্দো ডি জিয়রগি, লোরেনজো বারনারদি ও ভ্লাদিমির অ্যালেকনো।
আইআরআইভিএফ প্রেসিডেন্ট বলেন, আমরা প্রার্থীদের তালিকা মাত্র তিনজনে ছোট করে এনেছি। চূড়ান্ত তিনজনের একজন হচ্ছেন রুশ কোচ, একজন আর্জেন্টিনার ও একজন ইতালির। আমরা আগামী সপ্তাহে আইআরআইভিএফ কমিটির সদস্য ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি অধিবেশনে প্রধান কোচ নিয়োগ দেবো। সূত্র: তেহরান টাইমস।