মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আগামী বছর প্রবৃদ্ধির ধারায় ফিরবে ইরানের অর্থনীতি

পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২০ 

news-image

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে থমকে গেছে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতি। এই নেতিবাচক প্রভাব ইরানের অর্থনীতির ওপরও কমবেশি পড়েছে। চলতি বছর দেশটির আর্থিক প্রবৃদ্ধিতে ৫ দশমিক ৩ শতাংশ অবনমন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মহামারি শেষে আগামী ২০২১ সালে প্রবৃদ্ধির ধারায় ফিরবে ইরান। এবছর দেশটির (জিডিপি) আর্থিক প্রবৃদ্ধি ২ দশকি ১ শতাংশ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে বিশ্ব ব্যাংক।

সোমবার ‘বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা’ নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বিশ্ব ব্যাংক বলছে, ২০২০ সালে ইরানের জিডিপি পুনরায় ৫ দশমিক ৩ শতাংশ সংকুচিত হতে পারে। বিশাল মাত্রার কোভিড-১৯ মহামারির প্রভাব ইরানের দেশীয় ভোক্তা ও সেবা খাতের ওপর আংশিকভাবে পড়তে পারে।  

পশ্চিম এশিয়ার দেশগুলোর ওপর মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, আগের বছরের তুলনায় ইরানের মূল্যস্ফীতির অবনতি হয়েছে। বর্তমানে ২০ শতাংশের মধ্যে রয়েছে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে, ইরানের নেতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের জন্য ২০২০ সাল হবে শেষ বছর। ২০২১ সালে দেশটির আর্থিক প্রবৃদ্ধির হার ২ দশমিক ১ শতাংশ হতে পারে। সূত্র: তেহরান টাইমস।