বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আগামী বছর নাগাদ ওরাল করোনা টিকা বানাবে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০২১ 

news-image

আগামী বছর নাগাদ করোনাভাইরাসের একটি ওরাল টিকা বানাবে ইরান। দেশটির করোনাভাইরাস দমন ও প্রতিরোধ বিষয়ক সদরদপ্তরের বৈজ্ঞানিক কমিটির একজন সদস্য জানান, আগামী বছর ইরানের তৈরি তিনটি কোভিড-১৯ টিকা ক্লিনিক্যাল পরীক্ষা পর্যায়ে প্রবেশ করবে। এর মধ্যে একটি হচ্ছে ওরাল টিকা, যেটি ট্যাবলেটের মাধ্যমে খাওয়া হবে।

করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে কাজ করা ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ড. মোস্তাফা ঘানেই মেহর নিউজ এজেন্সিকে বলেন, মোট ৯টি দেশীয় ফার্ম করোনাভাইরাস ভ্যাকসিন উৎপাদন নিয়ে কাজ করছে। দুটি ভ্যাকসিন ক্লিনিক্যাল লাইসেন্স লাভের দ্বারপ্রান্তে রয়েছে।

তিনি আরও জানান, এই ভ্যাকসিন করোনাভাইরাসের সকল ভারসন নিধন বা অকার্যকর করার জন্য ব্যবহার হচ্ছে। এই ধরনের ভ্যাকসিন যে কোম্পানি উৎপাদন করছে সেটি এবছরের শেষ নাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে প্রবেশ করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।