আগামী বছর আরও ২০ স্যাটেলাইট তৈরি করবে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২৪, ২০২৪

ফারসি ১৪০২ সাল ইরানের মহাকাশ কর্মসূচির সবচেয়ে উজ্জ্বল বছর ছিল বলে মন্তব্য করেছেন ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী। আগামী বছর আরও ২০টি স্যাটেলাইট তৈরির বিষয়টি এজেন্ডায় রয়েছে বলে জানান তিনি।
ইসা জারেপুর দেশে ৫ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের বিকাশ সম্পর্কে বলেন, ফাইভ-জির উন্নয়ন আগামী বছরের শেষ নাগাদ কমপক্ষে ১০ শতাংশে পৌঁছানো ইরানের এজেন্ডায় রয়েছে।
তিনি বলেন, অপারেটরগুলোর জন্য বেঁধে দেওয়া শর্তগুলির মধ্যে একটি হচ্ছে, আগামী বছরের মধ্যে (২১ মার্চ ২০২৪ থেকে যা শুরু) পঞ্চম প্রজন্মের কমপক্ষে ১০ শতাংশ কাভারেজে পৌঁছাতে হবে।
গত বছরের মহাকাশ উন্নয়নের বিষয়ে জারেপুর বলেন, ১৪০২ (২১ মার্চ ২০২৩ থেকে ২০ মার্চ ২০২৪) ছিল দেশের মহাকাশ উন্নয়নের সবচেয়ে উজ্জ্বল বছর। এই সময়ে ৬টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এবং অসংখ্য উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হয়। সূত্র: মেহর নিউজ