বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আগামী বছর অন্তত ৫টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২৪ 

news-image

ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি ঘোষণা দিয়েছেন, চলতি ইরানি বছর ১৪০৩ সালের শেষ নাগাদ (২০ মার্চ যা শেষ হবে) অন্তত ৫টি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে। সোমবার মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে সালারি বলেন, বছরের শেষ নাগাদ ৫ থেকে ৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।

তিনি আরও জানান, ইরানি মহাকাশ সংস্থা ১৪০৩ সালে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সহযোগিতায় স্যাটেলাইটগুলো উৎক্ষেপণের পরিকল্পনা করছে।

এই বছর বিদেশী লঞ্চারের মাধ্যমে ২টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে জানিয়ে সালারি বলেন, আগামী মাসে বিদেশী লঞ্চারের মাধ্যমে তলো-৩ এবং জাফর-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। সূত্র: মেহর নিউজ