শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আগামী বছরের শুরুতেই করোনা ভ্যাকসিন রপ্তানিতে যাবে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২১ 

news-image

ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রী ড. সাইদ নামাকি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী ইরানি বছরের (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) প্রথম তিন মাসে করোনাভাইরাস ভ্যাকসিন উৎপাদন করবে এবং তা রপ্তানি শুরু করবে।

শুক্রবার ধর্মীয় এক বৈঠকের ফাঁকে এফএনএ প্রতিনিধির সাথে কথা বলার সময় তিনি এই তথ্য জানান। নামাকি বলেন, ইরান আগামী ইরানি বছরের শুরুর মাসগুলোতে করোনাভাইরাস ভ্যাকসিনের অন্যতম বড় উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হবে।

করোনাভাইরাস সংশ্লিষ্ট ওষুধ ও সরঞ্জাম প্রসঙ্গে তিনি বলেন, দেশ এই ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এবং সংশ্লিষ্ট পণ্যসামগ্রী বিদেশে রপ্তানির প্রচেষ্টায় আছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।