আগামী তিন মাসের মধ্যে ইরানি টিকার গণউৎপাদন শুরু
পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/01/3665341.jpg)
ইরানের ইমামের নির্দেশনা বাস্তবায়ন (ইআইকেও) সদরদপ্তরের প্রধান মোহাম্মাদ মোখবার বলেছেন, ইরানের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের আগামী তিন মাসের মধ্যে গণউৎপাদন শুরু হবে। ফার্মাসিউটিক্যাল কাঁচামালের পরিপূরক নতুন পণ্য উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে তিনি এই কথা বলেন।
মঙ্গলবার ‘আইভারমেকটিন’ ও ‘মুকোসেলে’ ওষুধ উৎপাদন উন্মোচনের অনুষ্ঠান হয় আলবোরজ বারাকাত ফাউন্ডেশনের ভেন্যুতে। এসময় মোখবার বলেন, ইআইকেও স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসারে ইরানি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করছে।
ইআইকেও প্রধান বলেন, সৌভাগ্যক্রমে ইআইকেও এর উৎপাদিত কোভিড-১৯ টিকার দুই ধাপের পরীক্ষা শুরু হয়েছে এবং কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সফলভাবে স্বেচ্ছাসেবীদের ওপর পরীক্ষা সম্পন্ন হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।