রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আগামী জুনে বাজারে আসছে ইরানের চার করোনা ভ্যাকসিন

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২০ 

news-image

আগামী ইরানি বছরে (২১ মার্চ ২০২১ থেকে যা শুরু) বসন্তের শেষের দিকে ইরানের তৈরি চারটি করোনা ভ্যাকসিন বাজারে ইনজেকশ আকারে পাওয়া যাবে। এই তথ্য জানান দেশটির করোনা ভাইরাস দমন ও প্রতিরোধ সদরদপ্তরের বৈজ্ঞানিক কমিটির প্রধান মোস্তাফা কানেই।

তিনি বলেন, দেশে আজ সাতটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের ওপর নজর দিয়েছে। এসব কোম্পানি বর্তমানে বিশ্বব্যাপী প্রাপ্তিসাধ্য এমন চার ধরনের টিকা নিয়ে কাজ করছে। আর দুটি অথবা তিনটি কোম্পানি সাধারণ ভ্যাকসিন নিয়ে কাজ করছে।

মোস্তাফা কানেই আরও জানান, ইরানি এই বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো আমেরিকার ফাইজার, জার্মানির বায়োনেক, চীনের সিনোক ও ইংল্যান্ডের অক্সফোর্ড উৎপাদিত অ্যাস্ট্রোজেনিকার মতো একই ধরনের ভ্যাকসিন উৎপাদনের চেষ্টা করছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।