শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইসিটি খাতে সহযোগিতা বাড়াবে ইরান-কাতার

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২১ 

news-image

কাতারের সাথে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে সহযোগিতা বাড়াতে দোহা সফরে যাচ্ছেন ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি জাহরোমি। দুদেশের মধ্যে আইসিটি খাতে বিদ্যমান সহযোগিতা আরও এগিয়ে নিতেই তিনি এই সফরে যাচ্ছেন।

মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, কাতারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী জাসসিম বিন সাইফ আল সুলাইতির আমন্ত্রণে মঙ্গলবার একটি সরকারি প্রতিনিধি দল ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে জাহরোমি এই সফরে যাচ্ছেন।  

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে ইরান-কাতার সহযোগিতা উন্নয়নের বিষয়ে তারা আলোচনা করবেন।

উল্লেখ্য, কাতার আসন্ন ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক এবং দেশটি ইরানি আইটি কোম্পানিগুলোর জন্য উল্লেখযোগ্য মার্কেট। বর্তমানে ইউরোপের সাথে কাতারকে যুক্ত করার বৃহত্তম যোগাযোগ রুট ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।