আইসিটি খাতে সহযোগিতা বাড়াবে ইরান-পাকিস্তান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২০

দ্বিপাক্ষিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্পর্ক সম্প্রসারণের লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ওপর একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করেছে ইরান ও পাকিস্তান।
ইসলামাবাদে ৬ থেকে ৭ ফেব্রুয়ারি দুদিনব্যাপী বৈঠকে মিলিত হন দুদেশের জ্যেষ্ঠ প্রযুক্তি কর্মকর্তারা। এসময় ইরান-পাকিস্তান বর্ডার ট্রেড কমিটির সংযোজন ইউনিট হিসেবে যৌথ ওই ওয়ার্কিং গ্রুপটি প্রতিষ্ঠা করা হয়।
ইরানের ডেপুটি আইসিটি মন্ত্রী সাত্তার হাশেমি এবং পাকিস্তানের কেন্দ্রীয় আইটি ও টেলিকম মন্ত্রী শোয়াইব আহমাদকে কো-চেয়ারম্যান করে নতুন গ্রুপটি প্রতিষ্ঠা করা হয়েছে।
এক ট্যুইট বার্তায় ইরানের টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির পর্ষদ ভাইস চেয়ারম্যান সাজ্জাদ বোনাবি বলেন, ‘‘আইসিটি অবকাঠামো, নিয়ন্ত্রণ ও মহাকাশবিজ্ঞানের উন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষে নতুন এই ইউনিটটি গঠন করা হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ তাদের স্থানীয় আইসিটি খাতের অর্জনগুলো একে অপরের সাথে ভাগাভাগি করেন এবং একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ ও সংযোগ প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।