আইবিএসএ জুডো গ্র্যান্ড প্রিক্সে ইরানের দুই পদক
পোস্ট হয়েছে: মে ২৭, ২০২১

ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন (আইবিএসএ) জুডো গ্র্যান্ড প্রিক্সে দুটি রুপার মেডেল জয় করেছেন ইরানের মোহাম্মেদরেজা খেইরোল্লাহজাদেহ ও ভাহিদ নৌরি। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিশ্ব চ্যাম্পিয়ন খেইরোল্লাহজাদেহ জুডো গ্র্যান্ড প্রিক্সে পুরুষদের ১শ কেজি ওজন-শ্রেণিতে উজবেকিস্তানের শিরিন শারিপোভের কাছে পরাজিত হন।
অন্যদিকে, নৌরি পুরুষদের ৯১ কেজির ফাইনালে ইউক্রেনের রিও ২০১৬ অলিম্পিক রৌপ্যজয়ী ও বিশ্ব চ্যাম্পিয়ন ওলেকসান্দর নাজারেঙ্কোর কাছে পরাজিত হন।
প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ২শ জুডো খেলোয়াড় অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।