মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইডিএফএ এ ইরানি ছবির তিন অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২০ 

news-image

ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল আমস্টেরডামে (আইডিএফএ) তিনটি অ্যাওয়ার্ড জিতেছে ইরানি ছবি ‘রেডিওগ্রাফ অব এ ফ্যামিলি’ ও ‘শাদেগান’। বৃহস্পতিবার ছবি দুটি এই পুরস্কার লাভ করে।

নরওয়ে, ইরান ও সুইজারল্যান্ডের যৌথ প্রযোজনার ‘রেডিওগ্রাফ অব এ ফ্যামিলি’ ছবিটি পরিচালনা করেছেন ফিরুজেহ খোসরোভানি। চলচ্চিত্রটি সেরা ফিচার-লেনথ ডকুমেন্টারি অ্যাওয়ার্ড জিতেছে। একই সাথে ছবিটি সংরক্ষণাগারের সেরা সৃজনশীল ব্যবহারের জন্য পুরস্কার লাভ করেছে।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে সেরা চিলড্রেনস ডকুমেন্টারি পুরস্কার জিতেছেন ইরানি চলচ্চিত্রকার আকো সালেমি। তিনি ‘শাদেগান’ ছবির জন্য এই পুরস্কার পান।

আইডিএফএ ১৮ নভেম্বর শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস।