আইডিএফএতে পুরস্কার জিতলো দুই ইরানি প্রামাণ্যচিত্র
পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২১

ইরানি চলচ্চিত্র “মেকআপ আর্টিস্ট” এবং “ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড” আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল আমস্টারডামে (আইডিএফএ) পুরস্কার জিতেছে। আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার ইরানি সিনেমা দুটি এই সম্মাননা লাভ করে।
শুক্রবার আয়োজকরা এক ঘোষণায় জানান, জাফর নাজাফি পরিচালিত ‘‘মেকআপ আর্টিস্’’ ফিপ্রেসকি পুরস্কার জিতেছে। অন্যদিকে, আইডিএফএ কমপিটিশন ফর ইয়ুথ ডকুমেন্টারিতে বিশেষ সম্মাননা জিতেছেন মেহেদী জামানপুর কিয়াসারির “ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড”। সূত্র: তেহরান টাইমস।