আইডব্লিউবিএফ এশিয়া চ্যাম্পিয়নশিপে রানার্সআপ
পোস্ট হয়েছে: মে ২৯, ২০২২

ইরান আন্তর্জাতিক হুইলচেয়ার বাস্কেটবল ফেডারেশন (আইডব্লিউবিএফ) এশিয়া ওশেনিয়া চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে ইরানের পুরুষ দল। শনিবার ফাইনাল ম্যাচে ইরানি দল অস্ট্রেলিয়ার কাছে ৫৬-৫০ ব্যবধানে হেরে দ্বিতীয় স্থান দখল করে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
অন্যদিকে স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে কোরিয়া প্রজাতন্ত্র তৃতীয় স্থান অধিকার করে। সেমিফাইনালে দলটি প্রতিপক্ষকে ৬৮-৫০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জপদক ঘরে তোলে।
ইরান ইতিমধ্যেই আসন্ন ২০২২ হুইলচেয়ার বাস্কেটবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শীর্ষ চারটি দলের মধ্যে জায়গা করে নিয়েছে। প্রতিযোগিতাটি ১৬ থেকে ২৭ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে।
এরআগে শুক্রবার ইরানের নারী দল থাইল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে ব্রোঞ্জপদক জিতেছে। অস্ট্রেলিয়া ও জাপান যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক জিতেছে।
২০২২ আইডব্লিউবিএফ এশিয়া ওশেনিয়া চ্যাম্পিয়নশিপ ২০ থেকে ২৮ মে থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত হয়।সূত্র: মেহর নিউজ।