মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইএসের নৃশংসতা নিয়ে সিরিজ বানাচ্ছে আইআরআইবি

পোস্ট হয়েছে: জুন ২৭, ২০২০ 

news-image

আইএস সন্ত্রাসীদের নৃশংসতা নিয়ে  একটি ড্রামা সিরিজ বানাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি। ‘সেফ হাউজ’ নামের প্রকল্পটির সত্তর ভাগের বেশি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বুধবার এই খবর দিয়েছে আইআরআইবি।

পরিচালক আহমাদ মোয়াজ্জামি তার ধারাবাহিকটিতে আইএস সন্ত্রাসীরা অঞ্চলের শান্তির বিরুদ্ধে কতটা হুমকির, তা তুলে ধরেছেন। এতে আইএস সদস্যের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা কোরবান নাজাফি। তিনি আবু আমের চরিত্রে অভিনয় করছেন। এছাড়া আরও অভিনয় করছেন অমিদ জেন্দেগানি, সিমা তিরান্দাজ, ও পারভিজ ফাল্লাহি।

নাজাফি বলেন, দায়েশের প্রতি আমার ঘৃণাকে অবজ্ঞা করে গোষ্ঠীটির একজন সদস্য হিসেবে অভিনয় করা আমার পক্ষে কঠিন। তবুও  এই চরিত্রে আমার সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।

সিরিজটির প্রযোজক আবোলফজল সাফারি। আশা করা হচ্ছে, ২২ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে হবে। সূত্র: তেহরান টাইমস।