আইএসসি বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে ইরানের ৩৯ বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: অক্টোবর ২১, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/10/3926858.jpg)
ইসলামি ওয়ার্ল্ড সায়েন্স সিটেশন সেন্টার (আইএসসি ২০২০) র্যাঙ্কিংয়ের বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে ইরানের মোট ৩৯টি বিশ্ববিদ্যালয়। আইএসসি প্রধান মোহাম্মাদ জাভাদ দেহগানি এই তথ্য জানান।
আইএসসি বিষয়ভিত্তিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক কার্যকলাপ, এবং উদ্ভাবন এই চারটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে প্রকাশ করা হয়।
বিশ্বের শীর্ষ ৭শ বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনার ওপর ভিত্তি করে এই স্থান দেওয়া হয়। এতে যেসব বিশ্ববিদ্যালয়ের টানা তিন বছর দেড়শয়ের অধিক প্রকাশনা রয়েছে সেগুলোকে স্থান দেওয়া হয়েছে।
ছয়টি প্রধান বিষয় হল প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি, চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং মানবিক।
র্যাঙ্কিংয়ে প্রাকৃতিক বিজ্ঞানে প্রথম স্থানে রয়েছে তেহরান বিশ্ববিদ্যালয় (৪০১ থেকে ৪৫০)। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমিরকাবির ইউনিভার্সিটি অব টেকনোলজি, ফেরদৌসি ইউনিভার্সিটি অফ মাশহাদ, ইরান বিজ্ঞান ও প্রযুক্তি, ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি, শহীদ বেহেশতি, শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, শিরাজ, তারবিয়াত মোদারেস, তেহরান মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং তাবরিজ (৭০০ থেকে ৬০১)। সূত্র: তেহরান টাইমস।