আইএসসি বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরানের ৫১ বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২১

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে ইরানের ৫১টি বিশ্ববিদ্যালয়। ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন ডাটাবেজ (আইএসসি) প্রকাশিত আইএসসি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২১- এ এই চিত্র উঠে এসেছে।
আইএসসি র্যাঙ্কিং আন্তর্জাতিকভাবে অনুমোদিত তৃতীয় তথ্যসূত্র কেন্দ্র। ২০০৮ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে মুসলিম দেশগুলোর উচ্চশিক্ষা মন্ত্রীদের (আইসিএমএইচইএসআর) চতুর্থ বৈঠকে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে ইরানে এটি প্রতিষ্ঠিত হয়। ২০২১ আইএসসি র্যাঙ্কিংয়ে ১০৭টি দেশ ও ৬টি মহাদেশের ২ হাজার ৩শ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। এই র্যাঙ্কিংয়ে বিভিন্ন বিষয়ে ইরানের ৫১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ইরান থেকে তেহরান বিশ্ববিদ্যালয় (৪০১-৪৫০) প্রথম স্থানে রয়েছে, তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস (৪৫১-৫০০ দ্বিতীয় স্থানে রয়েছে, শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং তারবিয়াত মোদারেস ইউনিভার্সিটি (৬০১-৭০০) ) যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। র্যাঙ্কিংয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স, মাশহাদ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেস, শিরাজ ইউনিভার্সিটি, ফেরদৌসি ইউনিভার্সিটি অব মাশহাদ, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সূত্র: তেহরান টাইমস।