আইএসএসএফ বিশ্বকাপে চতুর্থ ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০২১

আইএসএসএফ বিশ্বকাপে চতুর্থতম স্থান লাভ করেছে ইরান। রোববার প্রতিযোগিতার তৃতীয় দিনে পুরুষ দলের এয়ার রাইফেল ইভেন্টে ইরানি টিম এই সাফল্য অর্জন করে।
ব্রোঞ্জ মেডেল ম্যাচে অংশ নেন দক্ষিণ কোরিয়ার (৬২১.২) তাইয়েউন নাম, বাইউংগিল চু ও জা সেং চুং এবং ইরানের (৬২০.১) পুরিয়া নরোজিয়ান, হোসেইন বাঘেরি ও আমির মোহাম্মদ নেকৌনাম।
কোরিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান, ইউক্রেন, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, থাইল্যান্ড এবং তুরস্কসহ ৫৩টি দেশের মোট ২৯৪জন শুটার টুর্নামেন্টে অংশ নিয়েছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।