রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আইএসএসএফ বিশ্বকাপে এয়ার পিস্তলে ইরানের স্বর্ণ জয়  

পোস্ট হয়েছে: জুন ১, ২০২২ 

news-image

আজারবাইজানের বাকুতে ২০২২ আইএসএসএফ বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছে ইরানের পুরুষ দল। মঙ্গলবার পুরুষদের এয়ার পিস্তল বিভাগে সর্বোচ্চ পদক জয় করে ইরানি দল।জাভেদ ফরৌঘি, মোহাম্মদ-রসুল ইফাতি এবং সাজ্জাদ পুর-হোসেইনি ইতালীয় দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা প্রতিপক্ষ দলকে ১৬-১০-এ পরাজিত করে স্বর্ণপদক ঘরে তোলেন।অন্যদিকে, হানিহ রোস্তামিয়ান, গোলনৌশ সেবগাতোল্লাহি এবং জেইনাব তোমারির সমন্বয়ে গঠিত ইরানের নারী দল আইএসএসএফ বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে তেমন ভালো ফলাফল অর্জন করতে পারেনি। আটটি দলের মধ্যে সপ্তম স্থান অধিকার করে দেশটির মেয়েরা। সূত্র: ইরনা।