আইএসএসএফ বিশ্বকাপে ইরানি শুটারের স্বর্ণ জয়
পোস্ট হয়েছে: মে ১১, ২০২৩
ইরানের শুটার সাজ্জাদ পুরহোসেইনি ২০২৩ আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন। সাজাদ পুরহোসেইনি পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে মোট ২৪০ দশমিক ২ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করেন।
আইএসএফএফ বিশ্বকাপে ইউক্রেন এবং জার্মানির ক্রীড়াবিদরা যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জপদক পেয়েছেন।নারী বিভাগে জেইনাব তুমারি ছিলেন ইভেন্টে আরেক ইরানি প্রতিনিধি।
২০২৩ আইএসএফএফ বিশ্বকাপ ৮ মে আজারবাইজানের বাকুতে শুরু হয়েছে এবং শেষ হবে ২৫ মে।
সূত্র: মেহর নিউজ।