মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইএফএসসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলেন এলনাজ  

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২১ 

news-image

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত আইএফএসসি ক্লাইম্বিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পেয়েছেন ইরানি নারী এলনাজ রেকাবি। গত ১৪ থেকে ২২ সেপ্টেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তিনিই প্রথম কোনো ইরানি নারী হিসেবে এ ধরনের টুর্নামেন্টে আন্তর্জাতিক পদক অর্জন করলেন। এর আগে তিনি উইমেন্স কম্বাইন্ডে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। অস্ট্রিয়ান পর্বতারোহী জেসিকা পিলজ স্বর্ণপদক এবং স্লোভেনিয়ার মিয়া ক্র্যাম্পল রৌপ্যপদক লাভ করেন। এলনাজ বলেনআমি পদক জিতে খুব খুশি। কারণ, বিশ্বের সেরা পর্বতারোহীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং আমি মনে করেছিলাম যে আমি পদক জিততে পারব না। রেকাবির ডাকনাম স্পাইডার উইম্যান। তরুণ বয়সে তিনি এধরনের পর্বত আরোহণে অভ্যস্ত হয়ে ওঠেন। তার ভাই উত্তর -পশ্চিম ইরানের শহর জঞ্জানে এক প্রতিযোগিতায় এশিয়ান ভাইস চ্যাম্পিয়ন হয়েছিলেন। রাশিয়ায় এ টুর্নামেন্টে ১৬৭ ক্রীড়াবিদ (৭০ জন মহিলা এবং ৯৭ জন পুরুষ) অংশ নেন। তেহরান টাইমস/ইরান প্রেস