আইআরজিসি মহাকাশ বাহিনীর স্থায়ী প্রদর্শনীর উদ্বোধন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২০

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ফোর্সের স্থায়ী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ইরানি পার্লামেন্টের স্পিকার, আইআরজিসি কমান্ডার ও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স কমান্ডারের উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হয়।
মহাকাশ ফোর্সের স্থায়ী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার আমির আলি হাজিজাদেহ ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে নাজিত, সিমোরগ, খোররমশাহর, শাহাব তৃতীয়, ফাতিহ এফ, ফাতিহ এ, সাফির ফজর, সেজজিল, জোলফাগার, তায়ার দ্বিতীয়, তায়ের তৃতীয়, স্যাম ষষ্ঠ, দেজফুলসহ আইআরজিসির তৈরি বিভিন্ন মিসাইল দেখানো হচ্ছে। এছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনীতে শোভা পাচ্ছে।