শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইআরজিসি’র শহীদ হোজাজির দাফন সম্পন্ন

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০১৭ 

news-image

সিরিয়ায় শহীদ ইরানি সামরিক উপদেষ্টা মোহসেন হোজাজিকে বৃহস্পতিবার তার নিজ শহর নাজাফাবাদে দাফন করা হয়েছে। নাজাফাবাদ হচ্ছে ইরানের ইস্ফাহান প্রদেশের একটি শহর।

শহীদের জানাজা ও দাফন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন। এর আগে রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ শহীদ হোজাজিকে বিদায় জানায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িও তেহরানের একটি মসজিদে শহীদ হোজাজিকে দেখতে যান এবং তার জন্য দোয়া করেন।

শহীদ হোজাজির দেহ গত মঙ্গলবার সিরিয়া থেকে ইরানে পৌঁছায়। গত ৯ আগস্ট সিরিয়া-ইরাক সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের কাছে বন্দি হন মোহসেন হোজাজি। পরে তাঁকে শহীদ করা হয়।

ব্যাপক চেষ্টার পর শহীদের দেহ দেশে আনতে সক্ষম হয়েছে ইরান সরকার। – পার্সটুডে ।