রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইআরজিসি’র মহড়ায় হেলিকপ্টার বিধ্বংসী মাইনের সফল পরীক্ষা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০১৭ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সামরিক মহড়ার শেষ পর্যায়ে বুধবার হেলিকপ্টার বিধ্বংসী মাইনের সফল পরীক্ষা করা হয়েছে। ইরানের খোরাসান রাজাভি প্রদেশের তাইবাদ এলাকায় মহানবী (স)-১১ নামের এ মহড়া অনুষ্ঠিত হয়।

ইরানের সামরিক বিশেষজ্ঞরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সাইয়েকে বা বজ্র নামের  তৃতীয় প্রজন্মের এ মাইন তৈরি করেছেন। মাইনটি রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালনা করতে হবে এবং এ মাইন তৈরির ফলে ইরানের সামরিক বাহিনীর শক্তি আরো বেড়ে গেল। শত্রুর হেলিকপ্টারের অনুপ্রবেশ ঠেকাতে এ মাইন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

শত্রুর হেলিকপ্টারের অনুপ্রবেশ রুখে দিতে ইরানি সেনারা সাইয়েকে মাইন ভূমিতে পেতে রাখবেন এবং প্রয়োজন হলে ভূমি থেকে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে ঘায়েল করবেন। এ মাইন ৫০০ মিটার ওপরের হেলিকপ্টারে আঘাত হানতে পারবে। সাইয়েকে মাইন দিয়ে শত্রুর হেলিকপ্টারকে আঘাত করার জন্য আলাদা কোনো রাডার ব্যবস্থা লাগবে না। সূত্র: পার্সটুডে।