রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইআরজিসির মহাকাশবাহিনীর সক্ষমতা নিয়ে চলচ্চিত্র

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২২ 

news-image

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন।গত শুক্রবার আইআরজিসি মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঘোষণা দেন ফাউন্ডেশনের পরিচালক মেহেদি জাভাদি।তিনি বলেন, “আইআরজিসি মহাকাশবাহিনী এবং রেভায়াতে ফাথ কালচারাল ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এই বছর আইআরজিসির শক্তিশালী প্রতিরক্ষা এবং ড্রোন সক্ষমতা নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে প্রস্তুত।’’ বৈঠকে তিনি চলচ্চিত্র প্রযোজনায় শক্তির সক্ষমতা ও অর্জন দেখানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সূত্র: তেহরান টাইমস।