আইআরজিসি’কে সন্ত্রাসী বলার বিরোধিতা করল রাশিয়া
পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা দেয়ার যে পরিকল্পনা করেছেন তার বিরোধিতা করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কো আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে না। ওই মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প আর কয়েকদিনের মধ্যে তার প্রশাসনের ইরান সংক্রান্ত নীতি ঘোষণা করবেন বলে যখন খবর বেরিয়েছে তখন রাশিয়ার এ বিরোধিতার খবর প্রকাশিত হলো।
আগামী ১৫ অক্টোবর সম্ভাব্য ওই ঘোষণায় ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেবেন বলে খবর বেরিয়েছে। সেইসঙ্গে তিনি আইআরজিসি’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কথাও বলবেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
এই খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, “যদি মার্কিন কর্মকর্তারা এ ধরনের কৌশলগত ভুল করে তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান পাল্টা ব্যবস্থা নেবে।” জারিফ আরো বলেন, “এ ব্যাপারে কিছু ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে এবং তা সময়মতো বাস্তবায়ন করা হবে।”- পার্সটুডে।